কলকাতার গুপ্ত কথা(ধারাবাহিক)
মহারাজা রাজবল্লভ প্রিয়াঙ্কা সিংহ: সিরাজ উদ্ দৌলা বাংলার নবাব নাজিম হওয়ার পূর্বে নবাব সরকারের বকশী অর্থাৎ ফৌজদারের বাহিনীর বেতনদাতা ছিলেন মহারাজা দুর্লভরাম। তাঁর পিতা মহারাজা জানকীরামকে দিল্লির বাদশাহ পাটনার সুবাদার নিযুক্ত করেছিলেন। এঁরা ছিলেন জাতিতে কায়স্থ, বাংলার সম্ভ্রান্ত সোম পরিবারভুক্ত। এই মহারাজ দুর্লভরামের পুত্র মহারাজা রাজবল্লভ বাহাদুর রায়রায়াণ। পিতা ও পিতামহের প্রভাবে মহারাজা রাজবল্লভ নবাব […]
Read More কলকাতার গুপ্ত কথা(ধারাবাহিক)