
তাপস রায়: “যুদ্ধ নয়, শান্তি চাই”– এই স্লোগানটির সঙ্গে আমরা সকলেই কমবেশি পরিচিত। কিন্ত যুদ্ধ কোথায়? বারুদের গন্ধই বা কই? না, এই যুদ্ধে কামানের গর্জন নেই, নেই পোড়া বারুদের গন্ধ। এ এক শব্দহীন, গন্ধহীন, কোনও এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই। শুধু এক বলতে বাঁচার আর্তিটুকু। হ্যাঁ বাঁচা; সুস্থ ভাবে খেয়ে পড়ে বেঁচে থাকা, যার জন্য প্রয়োজন অর্থের। কিন্তু অত্যাবশ্যক এই লকডাউন পরিস্থিতিতে খেটে খাওয়া দিন-মজুর মানুষগুলোর যে আজ পকেট প্রায় ফাঁকা। কোনোমতে একবেলার গ্রাসাচ্ছাদনই এখন তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে অভূতপূর্ব এই পরিস্থিতিতে এইরকম প্রচুর অসহায় মানুষের দুপুরের খাবার তাদের হাতে তুলে দিতে পেরে অপার তৃপ্তি লাভ করছেন সেলফ ও শ্রাবন্তী কলাকেন্দ্রের প্রতিনিধিরা। সরশুনা স্যাটেলাইট টাউনশিপে তাদের নিজেদের কার্য্যালয় থেকে এই পরিষেবাকে নিয়মিত বজায় রাখতে উদ্যোগী এই দুই সংগঠন। আর তাতে উৎসাহ জোগাতে এগিয়ে এসেছেন প্রাক্তন ফুটবলার ভুবন চ্যাটার্জী, গায়ক সনজিৎ মন্ডল, পরিচালক রাজা সেন, শিল্পী শুভম কাঞ্জিলাল, অভিনেতা সুমন কুন্ডু, অর্থনীতিবিদ ডঃ কৌশিক গুপ্ত সহ অন্যান্য বিশিষ্টজন। সেলফ-এর দেবব্রত রায়-এর কথায় উঠে এল যে করোনা নিয়ে ভুবন বাবু-র লেখা গান থামিয়েছে করোনার আতঙ্ক, জাগিয়েছে ক্যান্সার আক্রান্ত প্রৌঢ় সুকুমার মাইতিদের প্রাণ। তাই অসুস্থ সুকুমার বাবুর ইচ্ছাতে তার পরিবার ১২০ জন অসহায় মানুষের জন্য এক বস্তা চাল তুলে দেন সেলফের হাতে। এভাবেই বুঝি নিভে যাওয়া প্রাণ প্রদীপ জ্বলে উঠতে পারে। আলোকিত হতে পারে চারিদিক।