
নিজস্ব প্রতিনিধি, আগামী কলরব: করোনা পরিস্থিতির মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রেখে গত ২৬ আগস্ট তিলজলা রোডে আয়োজিত হয় একটি মেডিক্যাল ক্যাম্প। শারীরিক চিকিৎসার জন্য গঠিত ভ্রাম্যমান ভ্যানের মাধ্যমে এলাকার মানুষকে এই চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়।
ভারত সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রকের নেহরু যুব কেন্দ্রের দক্ষিণ কলকাতা শাখা এবং ভগৎ সিং মেমোরিয়াল ক্লাবের যৌথ উদ্যোগে এই ক্যাম্পটির আয়োজন করা হয়।

সাধারণ শারীরিক সমস্যার চিকিৎসা করে প্রয়োজন মত ওষুধও দেওয়া হয়। প্রায় ৭০ জন মানুষের চিকিৎসা করা হয়।
পাশাপাশ করোনা ঠেকাতে মানুষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও সচেতনতা প্রচারও চলে ভ্যানের তরফ থেকে।