
নিজস্ব প্রতিনিধি, আগামী কলরব: ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশনের গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হল তাঁদের খিদিরপুরের মাইকেল স্ট্রিটের অফিসে। বৈঠকটি আয়োজিত হয় তাঁদের রাজ্য সভাপতি দেবাশীষ চ্যাটার্জী এবং বিশিষ্ট সমাজসেবী করণ সিং জীর আহ্বানে। সাংবাদিকতার ক্ষেত্রে বহুবিধ সমস্যার কথা এবং সাংবাদিকদের পেশাগত লড়াইয়ের বহু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয় এই সভায়। সভাপতি দেবাশীষ চ্যাটার্জী প্রস্তাব দেন সাংবাদিকদের নিরাপত্তার ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের আরও যত্নবান হওয়া প্রয়োজন।
করণ সিং জী তাঁর রাজনৈতিক ও সমাজসেবা বিষয়ের বহুবিধ অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। অন্যদিকে বিশিষ্ট সমাজকর্মী স্মৃতিশ ভৌমিক সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধির দিকে জোর দিতে বলেন।

বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী চন্দ্রচূড় গোস্বামী বলেন,’ সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাই সংবাদ মাধ্যমকেও তার সামাজিক দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করতে হবে।’
এই সভায় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন– সোমনাথ চক্রবর্তী, শ্যামল সিনহা, কিরণ কৌর, শফিক আলী, কল্পনা চৌহান, পিনাকী বসু, প্রবীর পাল, স্নেহাশীষ সরকার প্রমুখ।